Logo
Logo
×

সারাদেশ

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

Icon

নাছির উদ্দীন টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিবুর রহমানের বাড়িতে মাদক দ্রব্য রয়েছে এমন খবরে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে কোস্ট গার্ড তাকে আটক করে। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এতে আরও বলা হয়, মুজিবুরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম