শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
![শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/08/pic-67a704ae3b775.jpg)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল।
শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, তবে সূর্য উঠার কারণে একটু কম ঠান্ডা অনুভূত হচ্ছে।
এদিকে কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে শীত বেশ দাপটে ছিল। বিশেষ করে, রাতে বেশি শীত অনুভূত হয়েছে। কুয়াশার পরিমাণও বেশি থাকে রাতে। শীতের কারণে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে।
তবে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকেরাও শীতের কারণে অনেক খুশি। তারা বলছেন, ‘শীতের মধ্যে ঘুরতে একটু বেশ ভালো লাগছে’।
পরিবার নিয়ে ঢাকা থেকে ঘুরতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশেয়া বেগম বলেন, ঢাকায় গরম আর এখানে এত ঠান্ডা, আগে বুঝিনি। সন্ধ্যার পর চা বাগান এলাকায় বেশি শীত। তবে সকালে রোদ ওঠায় তেমন শীত লাগছে না।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, রাতে টহলে গেলে চা-বাগান এলাকায় বেশ ঠান্ডা থাকে। ঘন কুয়াশার কারণে, কিছু দেখা যায় না। গাড়ি চালাতে বেশ সমস্যায় পড়তে হয়।