বন্দরে পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম

বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর সিসি ক্যামেরা ভেঙে ফেলার জের একটি পাট বোঝাই ট্রাক ২ দিন আটকে রাখার পর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে।
শুক্রবার বন্দর উপজেলা ফরাজিকান্দাস্থ নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এ অগ্নিসংযোগের ঘটনাটি। এতে প্রায় ২০ লাখ টাকা পাট পুড়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ট্রাক চালক আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ থেকে ট্রাকযোগে পাট নিয়ে নারায়ণগঞ্জ কাশিপুর এলাকার ইয়াছিন জুটমিলে দিকে রওনা হন। ভোর সাড়ে ৩টার দিকে পাট বোঝাই ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে এলে অসাবধানতা বসত টোল প্লাজার সিসি ক্যামেরাটি ভেঙে যায়। এ সময় টোলপ্লাজার কর্মচারীরা তার সঙ্গে মারমুখী আচরণ করে গাড়ির চাবি ও কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেয়। ক্ষতিপুরণ বাবদ এক লাখ ৭৪ হাজার টাকা দাবি করে ২ দিন পাট বোঝাই ট্রাকটি আটকে রাখে। দাবিকৃত ক্ষতিপূরণের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে টোল প্লাজার কর্মচারীরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাট মালিক সুজিত সাহা জানান, অগ্নিকাণ্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।