Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে সাবেক এমপির বাড়ি-আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ এএম

নড়াইলে সাবেক এমপির বাড়ি-আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

নড়াইলের কালিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি ও কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়া পৌরসভার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়া শহরের ডাকবাংলার পাশে অবস্থিত আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়।

এদিকে একই সময়ে পৌরশহরের কলেজ রোডে অবস্থিত কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে বিক্ষুব্ধরা ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। আগুনে কবিরুল হক মুক্তির মালিকানাধীন বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

এর আগে বিকাল ৪টার দিকে কালিয়া উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, কালিয়া পৌর শহরে একটি বাড়ি ও একটি কার্যালয়ে একদল উচ্ছৃঙ্খল জনতা আগুন দেয়। আগুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম