Logo
Logo
×

সারাদেশ

দাগনভূঞায় যুবদলের বিজয় মিছিলে ককটেল বিস্ফোরণ, তিন নেতা আহত

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ এএম

দাগনভূঞায় যুবদলের বিজয় মিছিলে ককটেল বিস্ফোরণ, তিন নেতা আহত

ফেনীর দাগনভূঞা পৌর যুবদলের বিজয় মিছিলে ককটেল বিস্ফোরণে দলের তিন নেতা আহত হয়েছেন। জেলা ছাত্রদলের নেতৃত্বে হামলা হয় বলে দাবি যুবদলের। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।

শুক্রবার দাগনভূঞা পৌর বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।

আহতরা হলেন-পৌর যুবদল নেতা সালমান ফারুক, নুর আলম ও রহিম। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

দাগনভ‚ঞা পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, ফেনী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার পৌর যুবদল আনন্দ মিছিলের আয়োজন করে। জেলা ছাত্রদলের সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী সেনবাগের বোমা পারভেজসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রসহ আমাদের মিছিলে হামলা করে। আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায়।

ছাত্রদল নেতা ফটিক বলেন, আমি কোনো গ্রুপের নেতৃত্ব দেইনি। পৌর যুবদলের একটি গ্রুপ মিছিলের প্রস্তুতি নিলে তাদের দলের ত্যাগী নেতাকর্মীরা বাধা দেন। তখন আমি দুপক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করি।

বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, দাগনভূঞা বাজারে প্রায়ই বিএনপির দুই গ্রুপের মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত বলেন, পৌর যুবদল আনন্দ মিছিলের বিষয়ে আমাকে জানায়নি। কে মিছিলে বাধা দিয়েছে তাও আমি শুনিনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, অভিযোগ পেলে নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম