Logo
Logo
×

সারাদেশ

তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন

Icon

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ পিএম

তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন

ভোলার বোরহানউদ্দিনে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে এ ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে । বাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা যুগান্তরকে জানান, মেয়র রফিক আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই।

কয়েকজন বিক্ষুব্ধ জনতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীর প্রতি হামলা মামলার ঘটনায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা।

এ সময় শত শত উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেখেন।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, তাদেরকে আগুনের ব্যাপারে কেউ অবহিত না করায় তারা কোনো খবর পাননি।

এ ব্যাপারে জানতে বোরহানউদ্দিন থানায় গিয়ে ওসিকে না পেয়ে তার সরকারি নম্বরে একাধিকবার ফোন দিয়েও তাকে না যাওয়ার তার বক্তব্য নেওয়া যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম