আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ জন গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম
![আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ জন গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Grefter-2-671f8971da617-67a63b2bd82b0.jpg)
নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।
গ্রেফতাররা হচ্ছেন- আকতার হোসেন প্রকাশ (৪৮), বিজয় দে (২৫), মো. ছিদ্দিক মুন্সি (৪১), জাবেদ উদ্দিন চৌধুরী প্রকাশ সাজু (৩৯), শেখ রাসেল (৪০), রতন ঘোষ (৪৮), ডা. কথক দাশ (৪০), মো. নাজমুল হাসান (১৯), সুশান্ত দাশ দেবু (২৫), সৌরভ কুমার দে প্রকাশ বাসু (৪৫), মো. হিরন মিয়া (৬৮), মো. পারভেজ খান প্রিন্স, (৩৪), মো. সফি আলম সওদাগর (৪০), শেখ আব্দুল শুক্কুর (৫৮), রিয়াজুল ইসলাম (২১) ও গোলাম নবী প্রকাশ ইমন (৩৬)।
সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে ১৬ জনকে গ্রেফতার করা রয়েছে। তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।