গোসাইরহাটে বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
![গোসাইরহাটে বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Untitled-14-67a639efa4e46.jpg)
পুলিশের সঙ্গে আটক শ্রমিক নেতা লিটন
শরীয়তপুরের গোসাইরহাটে বিস্ফোরক মামলায় নজরুল ইসলাম লিটন সরদার (৩২) নামে শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম লিটন সরদার পৌরসভা শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক পদে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম জানান, বৃহস্পতিবার রাতে পৌরসভার দাশের জঙ্গল গ্রামের মন্নান সরদারের ছেলে নজরুল ইসলাম লিটন সরদার নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভা শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম লিটনের বিরুদ্ধে গোসাইরহাটে ২০১৮ সালের ২৪ নভেম্বর ১১তম সংসদ নির্বাচনে তৎকালীন বিএনপি থেকে শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী মিয়া নুরউদ্দিন অপুর নির্বাচনী মিছিলে কোদালপুর থেকে গোসাইরহাটে আসার পথে পট্রি ব্রিজে বাধা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় গত বছর ৮ সেপ্টেম্বর আবু তাহের মৃধা বাদী হয়ে ৪১ জনের নামে শরীয়তপুর জেলা আদালতে একটি বিস্ফোরক মামলা করেন। বোমা বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে নজরুল ইসলাম লিটন সরদারকে গ্রেফতার করে পুলিশ।
গোসাইরহাট থানা ওসি মাকসুদ আলম জানান, গত বছরের ৮ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে এক মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে ও তদন্তের স্বার্থে নজরুল ইসলাম লিটনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।