নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না পথচারীর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
![নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না পথচারীর](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Untitled-1-67a63633e155a.jpg)
আসরের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না নবাবগঞ্জের মো. আশক আলী (৭০) নামে এক পথচারীর। শুক্রবার বিকালে উপজেলার শোল্লা ইউনিয়নের বালুখন্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে আসরের নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় একটি মোটরসাইকেল আশক আলীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আশক আলী।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।