তারাকান্দায় আ.লীগের কার্যালয় ভাঙচুর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
![তারাকান্দায় আ.লীগের কার্যালয় ভাঙচুর](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Untitled-8-67a624bcdc38e.jpg)
ময়মনসিংহের তারাকান্দায় আওয়ামী লীগের তিনতলা দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় তিন বছর আগে আওয়ামী লীগের তিনতলা দলীয় কার্যালয় নির্মাণ করা হয়। এদিন সেই ভবনের দেয়াল ও দরজা-জানালা ভাঙচুর করেন নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ভাঙচুরকারীদের দাবি, সরকারি জায়গা দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মাসুদ রানা জানান, খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিপ্লবী ছাত্র-জনতা ভাঙচুর করেছে। আরও অপপ্রচার চালালে ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িঘরও ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটবে।