Logo
Logo
×

সারাদেশ

বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় শুক্রবার বিকালে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), তার ৫ বছর বয়সি ছেলে আরিয়ান আহম্মেদ রাফি এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকাগামী লেনে দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে উলটো পথে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মা-ছেলে ও অটোচালকের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম