এনায়েতপুরে এতিমখানায় যুগান্তরের রজতজয়ন্তী পালিত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম
![এনায়েতপুরে এতিমখানায় যুগান্তরের রজতজয়ন্তী পালিত](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/1-67a61839599c9.jpg)
দেশজুড়ে চলছে জনপ্রিয় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব। এরই ধারাবাহিকতায় যমুনাপাড়ের এতিম শিক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে কেক কেটে আনন্দ উৎসব করেছে স্বজন সমাবেশ।
শুক্রবার দুপুরে এনায়েতপুর স্বজন সমাবেশের আয়োজনে থানা সদরের যায়েদ বিন হারিসাহ এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে আনন্দ উৎসবে মেতে ওঠেন।
এ সময় তাদের মুখে কেক তুলে দেন যুগান্তরের বেলকুচি-চৌহালী প্রতিনিধি ও এনায়েতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা।
উৎসবে এনায়েতপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান, একুশে টিভির সংবাদ উপস্থাপক ও আইসিএল স্কুলের প্রধান শিক্ষক এম ওয়াহিদুজ্জামান, স্বজন সমাবেশের সদস্য সোহেল রানা ও এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আহসানউল্লাহ উপস্থিত ছিলেন।