Logo
Logo
×

সারাদেশ

পরীক্ষা দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের আহ্বায়ক গণপিটুনির শিকার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

পরীক্ষা দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের আহ্বায়ক গণপিটুনির শিকার

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্র-জনতা।

শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসংলগ্ন এলাকা থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিন এলএলবি পরীক্ষায় অংশ নিতে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় আসেন মাসুম। এ সময় কলেজে প্রবেশের আগেই তাকে দেখে উত্তেজিত ছাত্র-জনতা ধাওয়া করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মাসুম জেলার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

পুলিশের দাবি মাসুমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার ওয়ারেন্ট আছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে ধর্মপুর এলাকার লোকজন তাকে দেখে পুলিশে খবর দেন। এতে তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি একাধিক মামলার আসামি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম