Logo
Logo
×

সারাদেশ

যাত্রী অসুস্থ, শাহ আমানতে উড়োজাহাজের জরুরি অবতরণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম

যাত্রী অসুস্থ, শাহ আমানতে উড়োজাহাজের জরুরি অবতরণ

ফাইল ছবি

ব্যাংকক থেকে ঢাকায় ফিরছিল থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। করেন হার্ট অ্যাটাক। এর জেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ‘টিএইচএ ৩৯৯’ ফ্লাইটটি।

বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জরুরি অবতরণ করলেও ওই অসুস্থ রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। অবতরণের আগেই তিনি মারা যান।

উড়োজাহাজটি অবতরণের আগেই মেডিকেল ইমার্জেন্সির ঘোষণা আসে পাইলটের পক্ষ থেকে। সে কারণে তৈরি ছিলেন চিকিৎসকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। জরুরি অবতরণের পর রাত ১টা ৪০ মিনিটে উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে সঙ্গে উপস্থিত চিকিৎসক ওই যাত্রীর মেডিকেল পরীক্ষা করে জানান ওই ব্যক্তি মারা গেছে। পরে মৃত ওই রোগীকে ফ্লাইটে রেখেই ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ফ্লাইটটি।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এমন পরিস্থিতিতে থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মোহাম্মদ আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ওই মৃত ব্যক্তিকে ফ্লাইটে রেখেই ঢাকায় নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ করার কথা জানান।

পরে রাত ৩টা ৪০মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, হার্ট অ্যাটাকে মারা যাওয়া ওই ব্যক্তির নাম সাজ্জাদ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম