বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
![বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/natore-6728f49a802d1-6730746b9dd1c-67a5cddeb6849.jpg)
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইটালী ইউনিয়নের পাঁচ তিরাইল মাঠে এই ঘটনা ঘটে।
নিহত ওই কৃষকের নাম আমিন উদ্দিন প্রামাণিক (৫০)। তিনি পাঁচ তিরাইল গ্রামের
বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় নিজের খেতে
যান কৃষক আমিন উদ্দিন। খেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট
হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা তিনি। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান
স্বজনেরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘কৃষকের মৃত্যুর
বিষয়টি শুনেছি। পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’