হাতিয়ার সাবেক এমপির বাড়িতে হামলা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালিয়েছে ছাত্র-জনতা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ওছখালী এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ স্থানীয়রা
ওছখালী বাজারে জড়ো হন। সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মোহাম্মদ আলীর বাড়ির দিকে রওনা
দেয়। মিছিলটি বাড়ির কাছে গেলে মোহাম্মদ আলীর সমর্থকেরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময়
সেখানে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর দফায় দফায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার চেষ্টা করে ছাত্র-জনতা।
একপর্যায়ে রাত ২টার দিকে বাড়িতে আগুন ধরিয়ে দিতে সক্ষম হয় তারা।
রাসেল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ছাত্র-জনতার ওপর মোহাম্মদ আলীর
সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। পতিত ফ্যাসিস্টের গুন্ডারা হাতিয়ার ছাত্র-জনতার ওপর গুলি
করার সাহস পায় কীভাবে? ওরা কি দেখে না সারা দেশে কি হচ্ছে?’
এ বিষয়ে মোহাম্মদ আলীর ছোট ছেলে মাহতাব আলী অদ্রির সঙ্গে যোগাযোগ করা
হলে তিনি বলেন, ‘আমার বাবা-মা-ভাই জেলে আছেন। আমাদের বাড়িতে কেউই নেই। আমাদের বাড়িতে
আক্রমণ হতে পারে, এমন কথা আমি শুনেছিলাম। আজকে হামলা করতে আসলে সাধারণ মানুষ তাদের
ধাওয়া করে। কোথাও গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। যে বা যারা এসব নিয়ে মিথ্যা কথা বলছেন তারা
হাতিয়ার ভালো চান না।’
এ বিষয়ে জানতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদাকে
বারবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
গত বছরের ১০ আগস্ট রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে মোহাম্মদ
আলী, তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস ও তাদের বড় ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান
আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী। তারপর থেকে কারাগারে রয়েছেন তারা।