Logo
Logo
×

সারাদেশ

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনের বাসভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ এএম

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনের বাসভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাসভবনে এঘটনা ঘটে।  এসময় ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বিকেল ৪টায় শহরের সরিষাহাটির মোড় এলাকায় সাততলাবিশিষ্ট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় থাকেন হাজারও মানুষ। বিকেল পাঁচটার দিকে শহরের মুক্তির মোড় থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন।  পরে একটি বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়টি ভাঙচুর করেন।  

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম দফায় দলীয় কার্যালয়টিতে ভাঙচুর ও লুটপাট করেন এবং আগুন ধরিয়ে দেন ছাত্র-জনতা। এরপর কার্যালয়টিতে কেবল ইট-পাথরের কাঠামো দাঁড়িয়ে ছিল। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে 'গণশৌচাগার' লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এদিকে সন্ধ্যা ছয়টায় সাড়ে সাতটার দিকে নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন,নওগাঁ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবনের গেট ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন তারা। 

একই সময় নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের বাড়িও ভাঙচুর করা হয়। অপরদিকে রাত ৯ টার দিকে পত্নীতলা উপজেলা পরিষদ চত্বরের ভিতরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম