ভোলায় গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ৩টি ম্যুরাল ও আ.লীগ অফিস
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭ এএম
![ভোলায় গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ৩টি ম্যুরাল ও আ.লীগ অফিস](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/ezgif-6ee5e3a918168-67a54e8161bf2.jpg)
ভোলায় বেকু (এক্সাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ৩টি ম্যুরাল ও জেলা আওয়ামী লীগ অফিস।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একটি বেকু (এক্সাভেটর) নিয়ে প্রথমে ভোলা পৌর ভবনের পাশে থাকা ম্যুরালটি ভেঙে ফেলা হয়। পরে জেলা পরিষদ চত্বর, জেলা প্রশাসক কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা ম্যুরালগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় এক্সাভেটরের সঙ্গে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। এরপরই ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে অবস্থিত সরকারি জমিতে গড়ে উঠা ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলা ভবনটি এক্সাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ও জেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে।
এসময় একজন বিক্ষুব্ধ জনতা জানান, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তার সেই ষড়যন্ত্রের বৈঠকের জেরেই তার বাবার এসকল ম্যুরাল ভেঙে ফেলা হচ্ছে। তাকেও এখন ভারত থেকে এনে দেশের মানুষের কাছে হস্তান্তর করা হউক। তাহলেই ফ্যাসিস্ট হাসিনার উপর দেশের মানুষের ক্ষোভ কিছুটা হলেও কমবে।