Logo
Logo
×

সারাদেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় ২ দিনের রিমান্ডে ডা. কথক দাশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় ২ দিনের রিমান্ডে ডা. কথক দাশ

চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা  রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ডা. কথক দাশের (৪০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

ডা. কথক দাশকে গত ৫ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে। বুধবার রাতে বিমানবন্দর থানা থেকে তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত আসামির উপস্থিতিতে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। গত ২৫ নভেম্বর ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। ডা. কথক দাশকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম