Logo
Logo
×

সারাদেশ

মির্জা আজমের বাড়িতে ভাঙচুর-আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

মির্জা আজমের বাড়িতে ভাঙচুর-আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি  মির্জা আজমের জামালপুর শহরের বাসায় ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলায় অবস্থিত মির্জা আজমের বাড়িতে বুলডোজার দিয়ে মূল ফটক ভাঙচুর করে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাসের নেতৃত্বে একদল ছাত্র ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ফ্যাসিবাদীদের চক্রান্ত রুখতে সাধারণ জনতার যেকোনো আন্দোলনের সঙ্গে তারা পাশে থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম