ভেঙে ফেলা হয়েছে আ.লীগের জন্মস্থান বায়তুল আমান ভবন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
![ভেঙে ফেলা হয়েছে আ.লীগের জন্মস্থান বায়তুল আমান ভবন](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Fatulla-news-67a4e79daeedb.jpg)
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন সন্ধ্যায় ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগের জন্মস্থান খ্যাত বায়তুল আমান ভবন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের জন্মস্থান ও ৫২-এর ভাষা আন্দোলনের সূতিকাগার নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বায়তুল আমান ভবন।
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড়েই অবস্থিত বায়তুল আমান ভবন। এ ভবনটি ভাঙার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় জনতাও যোগ দেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমান ও তাদের দোসররা যেসব স্থানে শেখ মুজিবের ছবি টাঙিয়ে মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে- সব স্থান থেকে আমরা ছবি অপসারণ করব। নারায়ণগঞ্জে স্বৈরাচারের দোসরদের কোনো চিহ্ন রাখা হবে না।
উল্লেখ্য, বাংলার অনেক রথী-মহারথীর পদভারে মুখরিত ছিল এ বায়তুল আমান ভবন। খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন এ ভবনে শেখ মুজিবুর রহমানের নিয়মিত যাতায়াত ছিল। এ ভবনে বসেই আওয়ামী লীগ গঠন করা হয়।