Logo
Logo
×

সারাদেশ

মাটিতে পুঁতে রাখা বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

মাটিতে পুঁতে রাখা বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির ) সদস্যরা। তবে ওই অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, বুধবার গভীর রাতে গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফনদী সীমান্ত আদমের জোড়া এলাকা দিয়ে প্রবেশ করার গোপন সংবাদে কেওড়া বাগানে মাটির নিচের ৪টি বস্তা উদ্ধার করে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ৪-৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফনদীর শূন্য লাইন অতিক্রম করে চলে যায়। তাই কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম