আন্দোলনে গুলি করা সাঈদ চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
![আন্দোলনে গুলি করা সাঈদ চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Pabna-vangchur-photo-03-67a4e4f4701c0.jpg)
গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়ি ভাঙচুর করছেন ছাত্র-জনতা।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত শহিদ চত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা।
পরে সন্ধ্যার পর থেকে আবু সাইদের শহরের গোডাউন মোড়ের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা। ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করার সময় গানের তালে তালে উল্লাস করেন তারা। বুলডোজার আসবে বলে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙচুর চলছিল।
এর আগে সকালে সাঈদের বাড়ি ভাঙার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ।
তবে এব্যাপারে প্রশাসনের কেউ মন্তব্য করতে চাননি। তবে এর আগে সকালে পাবনার পরিস্থিতি নিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে।