Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় শেখ মুজিবের দুটি ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র-জনতা

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

কুমিল্লায় শেখ মুজিবের দুটি ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র-জনতা

কুমিল্লায় শেখ মুজিবের দুটি ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকালে কুমিল্লার আদালত প্রাঙ্গণ এবং নগর উদ্যানের পাশের ম্যুরালগুলো গুঁড়িয়ে দেন তারা। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দাবি করেন।

শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারা দেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় এসব ম্যুরাল ভাঙচুর করা হয়।

এর আগে এদিন বিকাল ৪টার দিকে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মিছিল নিয়ে প্রবেশ করেন ছাত্র-জনতা। এ সময় বুলডোজার দিয়ে আদালতের সাইনবোর্ড লাগোয়া শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগানের উল্লাসে মেতে ওঠেন। ম্যুরাল ভাঙার দৃশ্য আদালতে আইনজীবীসহ উৎসুক জনতা মোবাইল ফোনে দৃশ্য ধারণ করতে দেখা গেছে। পরে নগর উদ্যানের পাশে একই অভিযান পরিচালনা করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, কুমিল্লায় স্বৈরাচার হাসিনা ও তার বাবা শেখ মুজিবের কোনো চিহ্ন থাকবে না। এসব চিহ্ন মানুষ ঘৃণা করে। আমরা ছাত্র-জনতা কুমিল্লা থেকে শেখ মুজিবের সব চিহ্ন মুছে দেব। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আমরা ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি। আমরা শুনতে পেয়েছি- এই কোর্টে অনেক আইনজীবী আওয়ামী লীগের জন্য লড়তে আসা শুরু করেছেন। তাদের স্পষ্ট বলে দিতে চাই, এই দুঃসাহস করবেন না। আপনাদের পিঠের চামড়া থাকবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম