Logo
Logo
×

সারাদেশ

ছাত্রীদের শ্লীলতাহানি, অভিভাবকদের হাতে ইন্সট্রাকটর প্রহৃত

Icon

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

ছাত্রীদের শ্লীলতাহানি, অভিভাবকদের হাতে ইন্সট্রাকটর প্রহৃত

পাবনার ভাঙ্গুড়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের অভিভাবকরা ছাত্রীদের শ্লীলতাহানি করায় ইন্সট্রাকটর নাজমুল হুদাকে মারধর করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নাজমুল হুদা চিত্রাঙ্কন শেখানোর নামে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেন।

বিষয়টি তারা শিক্ষিকাদের জানালে, তা প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের কাছে পৌঁছায়। প্রধান শিক্ষক নাজমুল হুদাকে ডেকে জানতে চাইলে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে ভুক্তভোগী ছাত্রীরা তাকে ক্ষমা না করে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে নাজমুল হুদাকে মারধর করেন। ঘটনার পরেই নাজমুল গা-ঢাকা দিয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, নাজমুল হুদা বদলি হয়ে গেছেন। আজ এখানে তার শেষ কর্ম দিবস ছিল। ঘটনায় তিনি ভুল স্বীকার করেছেন, তবে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেছেন।

নাজমুল হুদার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নাই। তবে ভিন্ন একটি নম্বর থেকে কল করে যুগান্তরকে তিনি বলেন, আমি ছাত্রীদের অনুরোধে তাদের চিত্র অঙ্কনে সহায়তা করছিলাম; আমি তাদের পেছন থেকে সহায়তা করছিলাম। তারা বিষয়টি ব্যাড টাস হিসেবে নিয়ে অভিযোগ করলে অভিভাবকরা আমাকে মারধর করেন। বিষয়টা ভুল বোঝাবুঝি। 

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম