Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুর

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

আশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুর

আশুলিয়ায় ছাত্র-জনতা পরিচয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা, বাড়ির আসবাবপত্র, জানালার গ্লাস ও ৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে ছাত্র-জনতা পরিচয়ে হামলা করে বাড়ির জানালার গ্লাস, ঘরের আসবাবপত্র ও ৪টি গাড়ি ভাঙচুর করে। 

বাড়ির ম্যানেজার নুরুল আমিন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ৪০-৫০ জন লোক ছাত্র-জনতা পরিচয়ে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে গ্যারেজে রাখা ৪টি প্রাইভেটকার ভাঙচুর করে। পরে তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির ম্যানেজার নুরুল আমিনকে মারধর করে এবং আসবাবপত্র, জানালার গ্লাস ভাঙচুর চালায়। 

এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করেন যে শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে ডাকাতি হচ্ছে। মাইকের ঘোষণা শুনে তার বাড়ির চারপাশে স্থানীয়রা জড়ো হয়ে ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার শুরু করেন। এ সময় তাণ্ডবকারীরা হ্যান্ডমাইক ব্যবহার করে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন- আমরা আওয়ামী লীগের দালাল শাহাব উদ্দিন মাদবরকে ধরতে এসেছি। আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা চলে যান।  

তারা ঘণ্টাব্যাপী বাড়িতে ভাঙচুর চালায়। পরে একটি পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ছেড়ে যায়। 

শাহাব উদ্দিন মাদবরের স্ত্রী শিরিন জানান, রাত ২টার দিকে ৪০-৫০ জন লোক বাড়িতে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালায়। তারা বাড়ি ও গাড়ি ভাঙচুর করে। এতে আমাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। 

এ সময় শাহাব উদ্দিন মাদবর এবং তার ছেলেরা বাড়িতে ছিলেন না। তারা শাহাব উদ্দিন মাদবরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা করে বলে জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিক জানান, আশুলিয়ার সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিনের বাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম