Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম

কলমাকান্দায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সকালের সময়ের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন সিরাজীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের পশ্চিমবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৬ জানুয়ারি উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা বাজারের আলাউদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল হাকিম হাওলাদার বাদী হয়ে কলমাকান্দা থানায় এ মামলাটি করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়।  

মামলার এজাহারে বলা হয়- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি বিকালে লেংগুরা বাজারের সামছুল ফার্নিচারের সামনের সড়কে রাষ্ট্রবিরোধী স্লোগানসহ নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে বিস্ফোরক উপকরণসহ দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীরা মিছিল করে। একপর্যায়ে বিস্ফোরক জাতীয় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে সামছুল ফার্নিচারের দোকানে থাকা আসবাবপত্র ভাঙচুরসহ লুটপাট করা হয়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়।   

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতার ইসমাইল হোসেন সিরাজীকে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম