Logo
Logo
×

সারাদেশ

সালথায় শ্রমিক লীগ নেতা চেয়ারম্যান শাহীন গ্রেফতার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

সালথায় শ্রমিক লীগ নেতা চেয়ারম্যান শাহীন গ্রেফতার

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজীর বল্লভদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাইফুর রহমান ওই গ্রামের খন্দকার শামসুর রহমান আলী মিয়ার ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। 

সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বল্লভদী গ্রামের নিজ বাড়ি থেকে শাহীন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি দ্রুতবিচার আইনে মামলা রয়েছে। দুপুর দেড়টার দিকে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম