Logo
Logo
×

সারাদেশ

নরসিংদী ছাত্রলীগের ১০ নেতা রিমান্ডে, আদালত থেকে বের হতেই মারধর

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

নরসিংদী ছাত্রলীগের ১০ নেতা রিমান্ডে, আদালত থেকে বের হতেই মারধর

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত থেকে বের হবার সময় উত্তেজিত বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের মারধরের শিকার হন তারা।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে এ আদেশ দেওয়া হয়।

এর আগে সকালে নরসিংদী জেলা কারাগার থেকে তাদের কোর্ট হাজতে রাখা হয়। এ সময় ছাত্রদের উপস্থিতিতে আদালতপাড়ায় উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। আদালতে থাকা বঙ্গবন্ধু ও সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ম্যুরালে ভাঙচুর চালায় তারা। পরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে পুলিশি পাহারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। পরে পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে পুনরায় কোর্ট হাজতে নেওয়ার সময় পুলিশি বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্রদের আক্রমণের শিকার হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকজনকে মারধর করা হয়।

এর আগে সোমবার নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম