Logo
Logo
×

সারাদেশ

নিজের ধরা সাপের ছোবলেই প্রাণ গেল ওঝার

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

নিজের ধরা সাপের ছোবলেই প্রাণ গেল ওঝার

যশোরের কেশবপুরে মাগুরখালী গ্রামে সাপের ছোবলে আব্দুল মান্নান (৫৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। সাপ ধরার পর সেই সাপের কামড়েই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরখালী গ্রামের আব্দুল মান্নান (৫৫) ওঝা হিসেবে সাপ ধরেন। মঙ্গলবার রাতে একই গ্রামের সোবাহান মোড়লের বাড়িতে তিনি একটি সাপ ধরেন। সাপটি বস্তায় ভরার সময় ওই ওঝার পায়ে সাপটি কামড় দেয়। তাকে সেখানে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরবর্তীতে নেওয়া হয় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক ডা. সমরেশ দত্ত জানান, যখন ওই রোগীকে আনা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম