মাদারীপুরে আ.লীগ কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম
মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে ছাত্র জনতা। এছাড়া জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের পুরান বাজারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা মিলে এসব স্থাপনা ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে ৪০ থেকে ৫০ জন লোক পুরান বাজারে এসে উপস্থিত হন। পরে সেখানে থাকা ৩ তলা ভবনের আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় অফিসের সামনের দেয়াল ও দরজা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করার পর সেখান থেকে চলে যান তারা।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। স্বৈরশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ।