ফতুল্লায় শেখ মুজিবের তিনটি ম্যুরাল ভেঙে দিল ছাত্র-জনতা
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় এবং জেলা জজ কোর্টের সামনে নির্মিত শেখ মুজিবের তিনটি ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চাঁনমারী এলাকায় এসব ম্যুরাল ভাঙচুরে অংশ নেয় কয়েকশ ছাত্র ও স্থানীয় জনতা।
এতে উপস্থিত মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, সবাই এ দেশের মানুষের গণদুশমন। তারা ছাত্র, শ্রমিক, কৃষককে হত্যা করেছে। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।
স্থানীয় আবু আল ইউসুফ খান টিপু বলেন, শেখ মুজিবের ছবি ব্যবহার করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্টরা জিম্মি করে রেখেছিল। এজন্য সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এ ম্যুরাল ভাঙার মধ্যদিয়ে ফ্যাসিস্টদের মনে করিয়ে দিতে চাই, দেশের মানুষ অত্যাচারীদের মেনে নেয় না। আর দেশের কোথাও অত্যাচারীদের চিহ্ন থাকবেনা।