মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব
রূপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ২
যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম
মাদক ব্যবসার আধিপত্য নিয়ে নারায়ণগঞ্জের রূগগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার তারাব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত ২টায় রাশেদুল ইসলাম ও বুধবার জুনায়েদ আহমেদ হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাশেদুল তারাব দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও হৃদয় মিয়া একই এলাকার জামাল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাব এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী শিমুল ও শ্রাবণ অবাধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ওই দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার রাতে মাদক সেবনের সময় শিমুল ও শ্রাবণের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুগ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।