Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে জিম্মি করে ডাকাতির চেষ্টা

ভবন মালিকের মামলায় কেয়ারটেকার গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ এএম

ভবন মালিকের মামলায় কেয়ারটেকার গ্রেফতার

চট্টগ্রামে নিজ বাসভবনে মালিককে জিম্মি করে ডাকাতির চেষ্টাকালে পালিয়ে যাওয়া দুই ডাকাতকে খুঁজছে পুলিশ। তাদের গ্রেফতার করতে পারলেই মিলবে রহস্যের জট। পুলিশ ও র‌্যাবের একাধিক টিম মাঠে তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পলাতক দুই ডাকাত হচ্ছে সাব্বির ও রিয়াদ। 

জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছেন ভবন মালিক কাজী লোকমান হাকিম। এ মামলায় মঙ্গলবার রাতে ওই ভবনের কেয়ারটেকার বাবুলকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো। তিনজনকে রিমান্ডে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ডাকাত সাব্বির মালি এবং রিয়াদ গৃহকর্মী হিসাবে লোকমান হাকিমের বাসায় কাজ করতেন। এক বছর আগে তাদের ছাঁটাই করা হয়। ‘ছাঁটাই’-এর প্রতিশোধ নিতেই তারা ওই বাসার বর্তমান গৃহকর্মী আকাশের সঙ্গে যোগসাজশ করে এ ডাকাতি এবং লুটপাটের চেষ্টা করে বলে পুলিশের ধারণা। জ্বালানি খাতের অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা লোকমান বিপুল অর্থ-সম্পদের মালিক এবং তার বাসায় কোটি টাকা রয়েছে এমন তথ্যের ভিত্তিতেই তারা এ কাজ করেছে। তবে পুলিশ অভিযান চালালেও ওই বাসা থেকে কোনো টাকা-পয়সা উদ্ধার হয়নি।

সিএমপি সূত্র জানায়, গ্রেফতার দুই ডাকাতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কার পরিকল্পনায় ডাকাতির চেষ্টা করা হয়েছে, কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা, হয়ে থাকলে এসব অস্ত্র কারা সরবরাহ করেছে, এ ঘটনার মাস্টারমাইন্ড কে এসব জানতে চেয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করতে চাইছে না পুলিশ।

পুলিশ কর্মকর্তাদের মতে, গৃহকর্মীদের ধারণা ভবন মালিকের বাসায় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার গচ্ছিত রয়েছে। এসব লুট করতে পরিকল্পনা করে ডাকাতির চেষ্টা করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে লোকমানের বাসায় প্রবেশ করে তিন ডাকাত বায়েজিদ, রিয়াদ ও সাব্বির। বাসায় আগে থেকেই ছিল গৃহকর্মী আকাশ। ডাকাতির চেষ্টার বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ভবনটি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। এ সময় দুই ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একজনকে পুলিশ আরেকজনকে জনতা আটক করে। জিম্মি ভবন মালিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানে ডাকাত ধরতে একটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম