Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

Icon

লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ এএম

লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

লোহাগাড়ায় কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে মো. মুবিনুল হক মুবিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার রাত ৮টায় লোহাগাড়ার পুটিবিলা পূর্ব তাঁতিপাড়া ইমাম বাড়ি শাহ মসজিদের বার্ষিক সভায় এ ঘটনাটি ঘটে।

মুবিন উপজেলার পুটিবিলা নালারকুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় একই গ্রামের রহমত উল্লাহর ছেলে মুকিত গুরুতর আহত হন। দুজনই পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় শোয়াইব নামে এক যুবক বলেন, মুবিন ও মুকিত মসজিদের সভায় যায়। সেখানে টিকটক বিষয়ে কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেখানেই ছুরিকাঘাতে মুবিন ও মুকিত গুরুতর আহত হন। ঘটনার সঙ্গে জড়িতরা ঘটনার পরপরই পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা বলেন, কয়েকজন যুবক মুবিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা অবস্থায় লাশ নিয়ে আসে। পুলিশ লাশের সুরতহাল করে। 

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, রাত ৮টায় তাঁতিপাড়া এলাকায় মাহফিল সংলগ্ন ভাসমান কসমেটিক্স দোকানের সামনে মুবিন ও মুকিতসহ দুই গ্রুপ যুবকদের মধ্যে টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়া হয়। একপর্যায়ে মুবিন নামে এক কিশোর ছুরির আঘাতে নিহত হয়। সঙ্গে থাকা মুকিতকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম