Logo
Logo
×

সারাদেশ

এক্সকেভেটর দিয়ে হানিফের বাড়ি ভাঙল বিক্ষুদ্ধ ছাত্র-জনতা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮ এএম

এক্সকেভেটর দিয়ে হানিফের বাড়ি ভাঙল বিক্ষুদ্ধ ছাত্র-জনতা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এক্সকেভেটর দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়। বুধবার রাত ১০টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির সামনে আসে এবং মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ হাজারো ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) তারা বাড়িটির সামনে অবস্থান করছেন। এ সময় তাদের সেখানে মশাল জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং এক্সকেভেটর মেশিন দিয়ে গেট ভাঙতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর শেখ হাসিনা ভাষণ দিলে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পিটিআই রোডে হানিফ এমপির বাড়িতে এক্সকেভেটর মেশিন নিয়ে আসে লোকজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচারীরা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই বাংলায় তাদের ঠাঁয় নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবেই। শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের খবরে গত ৫ আগস্ট কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি হানিফের বিলাসবহুল বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম