দেড় হাজার মোবাইল ফোন ডিসপ্লেসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে প্রায় দেড় হাজার পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ কোটি টাকার পণ্য জব্দ হয়েছে। বুধবার ভোরে উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক হাজার ৫৮২ পিস মোবাইল ফোন ডিসপ্লে, উন্নতমানের শাড়ি ১৫২ পিস, মেহেদী ১৪৪০ পিসসহ বিভিন্ন ভারতীয় পণ্য। এসব পণ্যের মূল্য এক কোটি চার লাখ ৯৮ হাজার ১৪০ টাকা।
