Logo
Logo
×

সারাদেশ

কুমার নদে একসঙ্গে ভাইবোন নিখোঁজ

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

কুমার নদে একসঙ্গে ভাইবোন নিখোঁজ

মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন আপন ভাই ও বোন। বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিখোঁজরা হলেন- একই এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

স্থানীয়, পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজের জন্য বাসার বাহিরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে মাদ্রাসা থেকে এসেই পাশে কুমার নদে গোসল করতে যায় দুই ভাইবোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। তারা উদ্ধারে নেমেছে। 

নিখোঁজ ভাইবোনের মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা এখানে গোসল করতে এসেছে। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। ডুবুরিরা খোঁজ করছেন। আল্লাহর কাছে দোয়া করছি যেন ওরা জীবিত উদ্ধার হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, আপন দুই ভাই ও বোনের নিখোঁজের সংবাদ পেয়ে এখানে এসেছি। ডুবুরি দল উদ্ধারে কাজ করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম