Logo
Logo
×

সারাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা থেকে ১১ আইনজীবীকে অব্যাহতি

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা থেকে ১১ আইনজীবীকে অব্যাহতি

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা থেকে ১১ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার সকালে সাইবার ট্রাইব্যুনালের বিচারক রুনা নাহিদ আক্তার পুলিশ প্রতিবেদন গ্রহণ করে শুনানি শেষে মামলার দায় হতে তাদের অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতিপ্রাপ্ত আইনজীবীরা হলেন- আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবর রশীদ তামান্না, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শামসুন্নাহার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম নিজুম, অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট রাইসুর ইসলাম, অ্যাডভোকেট আহসান উল্লাহ আনার।

গত বছরের ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ বাদী হয়ে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হকসহ ১১ জন আইনজীবীর নামে মামলা দায়ের করেন। মামলায় দুই মাস কারাবাস করেন অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন।

তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এই মামলার অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি দেন আদালত।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হক জানান, একটি রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক এই মামলাটি করেছিল। যার কোনো ভিত্তি নেই। তাই আজ ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম