Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে নাসির বিড়ির চালানসহ ১ কোটি ২২ লাখ টাকার মালামাল জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, সুনামগঞ্জ

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

সীমান্তে নাসির বিড়ির চালানসহ ১ কোটি ২২ লাখ টাকার মালামাল জব্দ

ভারতের মেঘালয় থেকে এপারে নিয়ে আসা নয়া কার্টনভর্তি মদ আমদানি নিষিদ্ধ সেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ ১ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি।

বুধবার সিলেট সেক্টরে সিলেট-৪৮ বিজিবি সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার থেকে সিলেটের বিওপিসহ একাধিক বিওপির বিজিবি টহল দল ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

বুধবার সন্ধ্যায় ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক (সিও বিজিবি) জানান, ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় থাকা চোরাকারবারিদের সহায়তায় সীমান্তের বিভিন্ন চোরাচালান রুটে আনা ভারতীয় কার্টনভর্তি মদ, অতিরিক্ত নিকোটিনযুক্ত সেখ নাসির উদ্দিন বিড়ি, শাড়ি, কম্বল, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, ওয়াইল্ডটোন পরফিউম, বডি স্প্রে, গবাদিপশু (মহিষ), চিনি, কমলা, সুপারি জব্দ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, বস্তাভর্তি রসুন, ইজারাবিহীন সীমান্ত নদীতে পাথর উত্তোলনকাজে থাকা নৌকা, চোরাচালানের মালামাল পরিবহণকাজে  ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৭৫০ টাকা।

বুধবার সন্ধ্যায় সিলেট সেক্টরে, সিলেট ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল মো. হাফিজুর রহমান দেশের স্বার্থে সব শ্রেণী-পেশার মানুষকে সীমান্ত অপরাধ এবং মাদকসহ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানান যুগান্তরের মাধ্যমে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম