বন্দরে ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম
বন্দরে একটি নির্মাণাধীন কোম্পানির মাটি ভরাট কাজ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার বন্দরের লক্ষণখোলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় এসএম ডেনিম নামের একটি শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাট কাজ চলছিল। এখানে ঠিকাদারি কাজের ওয়ার্ক অর্ডার পান বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার। বুধবার ঠিকাদারের লোকজন কাজ করতে গেলে বিএনপির স্থানীয় একটি গ্রুপ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।