Logo
Logo
×

সারাদেশ

বিএনপির সভাপতি পদে সমান ভোট, হাতাহাতি অবরোধ বিক্ষোভ

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

বিএনপির সভাপতি পদে সমান ভোট, হাতাহাতি অবরোধ বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর ২১৭টি করে সমান ভোট নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। 

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা মোড়ে সড়ক অবরোধ করেন সভাপতি পদপ্রার্থী আমিনুর রহমান মিলনের পক্ষের নেতাকর্মীরা। এ সময় তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। 

এক ঘণ্টার বেশি সময় সড়কে বসে নেতাকর্মীরা অবস্থান নিলেও থানা পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে নেতাকর্মীরা ধাপেরহাটে ফিরে গেলে পরিস্থতি শান্ত হয়।

এর আগে, দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে দুই প্রার্থীই সমান-সমান ভোট পান। এ ফলাফল ঘোষণায় বিপত্তি ঘটে। পরে জেলা ও উপজেলা নেতারা সাদুল্লাপুরে দলীয় কার্যালয়ে এসে বুধবার যাচাই-বাছাই করে ফল ঘোষণার সিদ্ধান্ত দেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে মোট ৪৫৯ জনের মধ্যে ৪৫৬ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম