আধিপত্য বিস্তার, যুবদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯ পিএম
![আধিপত্য বিস্তার, যুবদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/Baraigram-67a3817b3baf5.jpg)
নাটোরের বড়াইগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজ্জাক মোড়ের বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে বড়াইগ্রাম পৌর যুবদলের সহ-সভাপতি রবিউল করিম রবি ও যুবদল নেতা সুরুজ হোসেনের মধ্যে দ্বন্দ্ব বাধে।
মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহেল রানা, রহমত আলী, মমিন, ইমদাদুল হক ও মানিক আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল বলেন, রবিউল করিম রবি আওয়ামী লীগ দলীয় তার আত্মীয়স্বজন নিয়ে এলাকায় দখল ও চাঁদাবাজি শুরু করলে যুবদল নেতাকর্মীরা তাকে বাধা দেয়। এ কারণে সে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ যুবদল নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তবে রবিউল করিম রবির কাছে জানতে চাইলে তিনি দখল ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।