বীরগঞ্জে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩। মূর্তিটির দৈর্ঘ্য ৬৬ ইঞ্চি এবং প্রস্থ ৩০ ইঞ্চি, ওজন ৩৯৫ কেজি। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে (৫৮) আটক করা হয়েছে।
বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে বুধবার র্যাব বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
আটক আক্কাস আলী উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রামের বাসিন্দা আবেদ আলীর ছেলে এবং শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী মেজর ইসতিয়াকের নেতৃত্বে বীরগঞ্জ থানার সহযোগিতায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালিয়ে এ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায় র্যাব।
অভিযানে সমির আলীর ছেলে গোলাম মোরশেদের (৩৫) বাড়ির পেছনে মাটির গর্ত থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে আটক করা হয়েছে।