Logo
Logo
×

সারাদেশ

দুই বিভাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রল পাম্প

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

দুই বিভাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রল পাম্প

ফাইল ছবি

উত্তরবঙ্গের দুই বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে বন্ধ রয়েছে পট্রল পাম্প। এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দেয়।

সংগঠনটির কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব ও রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এর ফলে পেট্রোল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ।

এতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি।  অথচ কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংগঠনটির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁয় হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয়েছে।  পাম্পে যেন গাড়ি না ঢুকতে পারে সেজন্য রাস্তায় ড্রেন খুঁড়ে দেওয়া হয়েছে।  আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়েছে। নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরোনো পাম্পে কখনও এই ধরণের অভিযান দেখা যায়নি। এর প্রতিবাদে এমন কর্মসূচি।

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, পেট্রল পাম্প বন্ধে বিপাকে পড়েছে যাত্রীরা। অনেকে না জেনে এসেছিল পাম্পে। তেল না পেয়ে ফিরে যায় তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম