Logo
Logo
×

সারাদেশ

গুম-খুনের বিচার দাবিতে ফরিদপুরে মশাল মিছিল ছাত্রদের

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

গুম-খুনের বিচার দাবিতে ফরিদপুরে মশাল মিছিল ছাত্রদের

ফরিদপুরে মশাল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জেরা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্ররা আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। করে সংক্ষিপ্ত সমাবেশও।

এ সময় সমন্বয়ক সোহেল রানা বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমাদের ওপরে যারা হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছিল তাদের বিচারের দাবিতে এ মশাল মিছিল। এ ছাড়া হাসিনা সরকারের পরবর্তীতে যারা বাংলাদেশে নৈরাজ্যের সৃষ্টি করছে আমরা তাদের হুঁশিয়ারি করছি।’

সমন্বয়ক শাহ মুহাম্মদ আরাফাত বলেন, ‘সারা বাংলাদেশে আওয়ামী লীগ অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। যারা ২৪ এর আন্দোলনে সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত ছিল, আমরা সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসের সংগঠনের হিসেবে চিহ্নিত করেছি। তারা গণহত্যাকারী, এ বাংলায় নতুন করে তাদের পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। স্বাধীন বাংলাদেশকে রক্ষার্থে ছাত্র সমাজ বদ্ধপরিকর।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম