Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে প্রক্সি দলিল লেখকের ছড়াছড়ি: ৩ জনকে নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

সোনারগাঁয়ে প্রক্সি দলিল লেখকের ছড়াছড়ি: ৩ জনকে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে প্রক্সি দলিল লেখকদের ছড়াছড়িতে অতিষ্ঠ হয়ে পড়েছে সনদধারী দলিল লেখকরা। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও তাদের অত্যাচারে অনেক সনদধারী দলিল লেখক মুখ খুলতে সাহস পাচ্ছেন না। গত কয়েক বছর ধরে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি তাদের ভাই, বন্ধু, মামা-চাচাদের সনদ ব্যবহার করে এসব অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

গত রোববার বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার খন্দকার জামীলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনজনকে সোনারগাঁ সাব-রেজিষ্ট্রি কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এ বিজ্ঞপ্তি সোনারগাঁ সাব-রেজিষ্ট্রি অফিসের নোটিশ বোর্ডে সাঁটিয়ে দেওয়া হয়।

অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সনদধারী দলিল লেখকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য প্রক্সি দলিল লেখক ও দালালদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে অনুরোধ জানিয়েছেন।

সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সনদ কেউ ব্যবহার করে না। তবে কোন দলিল লেখক সমস্যায় পড়ে আসতে না পারলে তার পক্ষে অন্য কেউ দলিল নিবন্ধন করেন।

সোনারগাঁ সাব রেজিষ্ট্রি কার্যালয়ের সাব রেজিষ্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, তিনজনকে কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। টাউটদের বিরুদ্ধে জেলা রেজিষ্ট্রার ব্যবস্থা নেওয়ায় আমার ক্ষতি করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। নিষেধাজ্ঞা কপির অনুলিপি সোনারগাঁ থানায় দেওয়া হয়েছে। কেউ অন্যের সনদ ব্যবহার করে দলিল নিয়ে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার মোহাম্মদ আব্দুল হাফিজ বলেন, অন্যের সনদ ব্যবহার করে দলিল নিবন্ধন করার কোন নিয়ম নেই। কেউ অনিয়মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাব রেজিষ্টারকে নির্দেশ দেওয়া হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম