Logo
Logo
×

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ও টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার বিজিবি

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ এএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ও টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ও কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে উভয় অভিযানে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্টরা।

সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শোয়ারীগোদা এলাকা এবং মঙ্গলবার ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্তে পৃথক এ অভিযান চালানো হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে সীমান্তের শোয়ারীগোদা এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তি বস্তা কাঁধে শোয়ারীগোদা এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা বস্তা দুটি ফেলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ধাওয়া দিলেও তাদের আটক করতে সক্ষম হননি। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা দুটি উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে পাওয়া যায় এক লাখ ইয়াবা।

মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। তিনি জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে রেজুপাড়া সংলগ্ন আমবাগান অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে গর্জনবুনিয়া চাকমাপাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সঙ্গে থাকা বস্তা দুটি ফেলে পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।

উদ্ধার করা মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। তিনি জানান, উদ্ধার করা মাদকের চালান বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম