সুন্দরবনে ১৫ জেলেকে তুলে নিয়ে নির্যাতন, ৪৫ লাখ টাকা দাবি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ এএম
অপহরণের ৯ দিন পার হলেও মুক্তি মেলেনি বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লীর ১৫ জেলের। ২৬ জানুয়ারি গভীররাতে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে এই জেলেদের অপহরণ করে বনদস্যু মজনু বাহিনী। একেকজন জেলের মুক্তিপণ হিসেবে ধার্য্য করা হয়েছে তিন লাখ টাকা করে। জিম্মি জেলেদের ফেরত পেতে ৪৫ লাখ টাকা দিতে হয় দস্যুদের।
মঙ্গলবার বিকালে অপহৃত জেলেদের মহাজন ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য। তারা জানান, ৪৫ লাখ টাকা পরিশোধ না করায় জিম্মি জেলেদের নির্যাতন করা হচ্ছে। ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে না তাদের। সুন্দরবনের অজ্ঞাত স্থান থেকে দস্যুদের মোবাইল ফোনে পরিবারের সঙ্গে কথা বলে কান্নাকাটি করছেন জেলেরা।
এদিকে, অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখে হতাশ হয়ে পড়েছেন মহাজনরা। আতঙ্কে রয়েছেন দুবলার চরের চারটি শুঁটকি পল্লীর প্রায় ১২ হাজার জেলে।