পুঠিয়ায় আ.লীগ নেত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেফতার
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ পিএম
পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী মৌসুমী রহমানকে না পেয়ে তার স্বামী ওহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পঁচামাড়িয়া এলাকা থেকে মঙ্গলবার ওহিদুরকে গ্রেফতার করা হয়। তবে পুঠিয়া থানা পুলিশ বলছে, স্ত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেফতারের কথা সঠিক নয়। গ্রেফতার অহিদুর আওয়ামী লীগের কর্মী ছিলেন।
সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে নিজ এলাকায় মৌসুমী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পেজসহ বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়। এরই জেরে মৌসুমীকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তবে তাকে গ্রেফতার করতে পারেনি।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে অহিদুরকে। এ ঘটনায় মৌসুমীকে গ্রেফতারে অভিযানে চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে জানতে মৌসুমীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।